স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে বেড়েছে চুরি। রোববার (১২ জানুয়ারি) সারা দিনে অন্তত পাঁচটি চুরি ঘটনা ঘটে।
নগরীর দক্ষিণ চর্থা এলাকায় আজ দুপুরে আলমারি থেকে সাড়ে ছয় লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার চুরি হয়। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকায় প্রাচীন সংবাদপত্র আমোদের অফিসের জানালার থাই গ্রাস চুরির ঘটনা ঘটে।
পুরাতন চৌধুরীপাড়া এলাকার আরও তিনজন অভিযোগ করেন তাঁদের বাসার জানালা দিয়ে চোরের দল হানা দেয়।
নগরীর দক্ষিণ চর্থা এলাকার মো. রেজাউল হক রানার বাড়ি থেকে সাড়ে ছয় লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার চুরি হয়। এ বিষয়ে তিনি আজ সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
রেজাউল হক রানা জানান, তাঁর বড় ভাইয়ের শাশুড়ি মারা গেছেন। তাই সকালের দিকে তিনি তাঁর পরিবার নিয়ে জানাজায় অংশ নিতে রাজাপাড়া এলাকায় যান। তার স্ত্রী সন্তান বাড়ি ফিরে দেখেন আলমারি ভেঙে চোরের দল নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
এদিকে আমোদ পত্রিকা অফিসের কেয়ারটেকার নুরে আলম জানান, ৭টা ২৫ মিনিটে তিনি তাঁর ছেলেসহ পাশের মসজিদে নামাজ পড়তে যান। পৌনে ৮টার দিকে ফিরে দেখেন অফিসের পূর্ব পাশের জানালার থাই গ্লাস খুলে নিয়ে গেছে চোরের দল।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, দুটি ঘটনা সম্পর্কে জেনেছি। টহল বাড়ানো হবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো দেখুন:You cannot copy content of this page