সোহরাব হোসেন।।
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তরুণ-যুব সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে চান্দিনা ও দেবিদ্বারের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, রেমিট্যান্স ও প্রশাসনিক কাঠামোর দিক থেকে কুমিল্লা বরাবরই অগ্রগামী। তাই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা সময়ের দাবি। তারা অভিযোগ করে বলেন, “অদৃশ্য মহল”-এর ষড়যন্ত্রে বারবার এ উদ্যোগ থেমে যায়।
সমাবেশে বক্তব্য রাখেন,সমাবেশে বক্তব্য রাখেন ড. মো. জসিম উদ্দিন, মো. ফজলুল ছাত্তার, মো. সেলিম রানা, মো. মিজানুর রহমান, মো. মাহবুব আলম দোলন, মো. মকবুল হোসেন, মো. নাজমুল হাসান, মো. সোহাগ হোসেন, মো. হাসানুর রহমান ও মো. শান্ত মীর।
এছাড়াও উপস্থিত ছিলেন,মো. আহসান হাবীব, মো. শামছু মিয়া, মো. ইব্রাহিম খলিল, মো. রোবেল আহমেদ, মো. হানিফ, মো. রাকিব, জীবন দাশ ও মো. কামরুল হাসানসহ আরও অনেকে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।











