
বি এম ফয়সাল, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মাকে ভাড়া বাসায় হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করে ক্লাস- পরিক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের স্মরণে আগামীকাল (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাজ ধারণ করা হবে। একইসাথে দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, গতকাল (৭ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার উত্তর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া এবং তার মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সুরতহাল প্রতিবেদকের বক্তব্য অনুযায়ী, বিছানায় সামান্য রক্ত এবং গলায় কালো দাগ পাওয়া গেছে।
সুমাইয়ার শরীরের কোথাও রক্তের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার মা ফাতেমা আক্তারের চোখ এবং মুখ থেকে রক্ত বের হয়েছিলো। যদি বিষপান করে হত্যা করা হতো তাহলে মুখ থেকে লালা পড়তো