কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চৌদ্দগ্রাম স্টুডেন্ট’স ওয়েলফেয়ারের নতুন কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চৌদ্দগ্রাম স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের একবছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি) সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণার বিষয়টি জানানো হয়।

কমিটিতে সভাপতি হিসেবে আছেন নৃবিজ্ঞানবিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুন মজুমদার সাধারণ সম্পাদক হিসেবে আছেন মার্কেটিংবিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম।

এছাড়া কমিটিতে আরো আছেন সহ – সভাপতি হাবিবুর রহমান, জহিরুল ইসলাম পারভেজ, ইকবাল হোসাইন, আকরাম হোসাইন সহ আরো চার জন।

যুগ্ম- সাধারণ সম্পাদক হিসেবে আছেন নিয়াজ আল মাসুম, ফারহানা সুলতানা, ইসরাত জাহান তানহা, শায়লা রহমান চৈতী, মেহেদী হাসান শরীফ সহ আরো দুজন। সাংঠনিক সম্পাদক হিসেবে আছেন রূপস দাস, রিফাত হোসেন, রিমন মাহমুদ,রুবায়ের শারমিন, আব্দুর রহিম সহ সাত জন। অর্থ সম্পাদক ফাহিম ফারসি, দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন জামিম, উপ -দপ্তর সম্পাদক সাইদ আহমেদ রিফাত, ক্রীয়া সম্পাদক আফসার আহমেদ বিশাল, ছাত্রী বিষয়ক সম্পাদক তানজুম আক্তার খাদিজা, আনিকা তাবাসসুম সাদিয়া সহ আরো দুজন। সাংস্কৃতি বিষয়ক সম্পাদক তাইয়্যেব তোহা। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে শিহাব সজিব, আদনান, সাবের হোসেন, জেরিন সুলতানা স্মৃতি, মাহমুদা আবরার।

উল্লেখ্য, ১ম থেকে ১২ তম ব্যাচের সকল শিক্ষার্থী সংগঠনটির আজীবন সদস্য হয়ে থাকবে। ঘোষণাকৃত কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page