কুমিল্লা মর্ডাণ হাই স্কুলের শিক্ষার্থীদের উদ্যোগে পথ শিশুদের মধ্যে ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মর্ডাণ হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে পথ শিশুদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণের অংশ হিসেবে সোমবার (১০) এপ্রিল বিকেলে ধর্মসাগরের সামনে, আশেপাশে, পিছনে এবং ধর্ম সাগরের ভিতরে গরিব রিক্সাওয়ালা, পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সহপাঠিদের সার্বিক ব্যবস্থাপনায় এই ইফতার বিতরণ করা হয়েছে।

ইফতার বিতরণকালে শিক্ষার্থী নুঝহাত তাসনিম বলেন, আমরা যদি সার্বিক সহযোগিতা পাই আগামীতে আরো বড় পরিসরে ইনশাল্লাহ ইফতার বিতরণ করতে পারব বলে আমাদের আশা। আগামীতে আমরা ইফতারের সঙ্গে ঈদের পোশাক দিতে চেষ্টা করবো।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এ কে এম আক্তার হোসেন, মোছাম্মদ রকেয়া,আফরোজা বেগম, পিংকি রয় চৌধুরী, ফয়সাল আহমেদ, আফরোজা রিপা আরো অনেকে উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page