নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে ২২ জন শিক্ষার্থীর মাঝে স্কাউটস এর সর্বোচ্চ দ্বিতীয় সম্মাননা সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ মে) কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম। কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. শাহ আলম, যুগ্মসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয় এবং পরিচালক, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। অনুষ্ঠান সঞ্চালনা করেন জি এম ফারুক, গ্রুপ স্কাউট লিডার, কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ।
অনুষ্ঠানে কলেজের ২২জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এরমধ্যে ৬ জন গার্ল ইন স্কাউট ও ১৬ জন স্কাউট।
পদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- স্কাউট তাজওয়ার মুসায়েব তাশফিন,স্কাউট গাজী মো: নাফিস,স্কাউট অরিজিৎ পাল,স্কাউট আহনাফ মঈন, স্কাউট মো: রাকিব, স্কাউট আহনাফ মোহাম্মদ তাজওয়ার, স্কাউট মো: জোবায়ের আল জেবা, স্কাউট লগ্নজিৎ মজুমদার, স্কাউট মো: জাহিদুজ্জামান,স্কাউট মো: মাহিম রায়হান,স্কাউট ফাহিম মাহমুদ, স্কাউট মো: ইমরুল কায়েস তামিম,স্কাউট মো: আস আদ আল আাদিল,স্কাউট শাহরিয়ার নূর রাফি, স্কাউট তালহা বিন হোসেন, স্কাউট তানভীর হাসান মুরাদ, স্কাউট ফাহমিদা হক তানহা, স্কাউট তানহা তাবাসুম, স্কাউট জারিন তাসনিম নিসা, স্কাউট সাবিহা রহমান, স্কাউট চাঁদনী পারভেজ ও স্কাউট অর্পিতা ঘোষ তিথী।
আরো দেখুন:You cannot copy content of this page