কুমিল্লা শিক্ষা বোর্ডে এস.এস.সির ফলাফল ও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে

মোঃ জহিরুল হক বাবু।।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ১ শ জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী জানা গেছে, সকল সূচকেই মেয়েরা এগিয়ে রয়েছে।

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৭৯ হাজার ৩২৫ জন। এর মধ্যে পাশ করেছে ১ লক্ষ ৪২ হাজার ৮১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১৬২টি প্রতিষ্ঠানের মধ্যে সকল প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।

জিপিএ ৫ এর পরিসংখ্যানে, ৬ হাজার ৮৩৬ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে এবং ৫ হাজার ২৬৪ জন ছেলে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপর পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম জানান, বিগত বছরের তুলনায় এ বছর পাশের হার বৃদ্ধি পেয়েছে। তবে এবছর গণিত বিষয়ে অকৃতকার্যের সংখ্যা বেশি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page