কুমিল্লা সদরে জমিসহ ঘর পাচ্ছেন আরও ৪০ গৃহহীন পরিবার

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় আরও ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার তাদের ঠিকানা পেতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’স্লোগান বাস্তবায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) উপজেলার ৪০ টি পরিবারের হাতে ঘর ও জমি তুলে দেয়া হবে। বুধবার ৯ আগষ্ট প্রধানমন্ত্রী সারা দেশের আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর উদ্বোধন করবেন। নতুন ৪০ টি পরিবাসহ আদর্শ সদর উপজেলায় এ পর্যন্ত৩৬০ টি পরিবার পুনর্বাসিত হলো।

মঙ্গলবার (৮ আগষ্ট) বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলা সম্মেলন কক্ষে এ প্রসঙ্গে এক প্রেস ব্রিফিং এ প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেনেউপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড হোসেনে আরা বেগম বকুল, দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আমিনুল হক, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মামুনুর রশীদ মামুন সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা গন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page