মাহফুজ নান্টু, কুমিল্লা।।
লকডাউনের পঞ্চম দিনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় লকডাউন অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
আদর্শ সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুমিল্লা পাঁচথুবী, আমড়াতলী ও গোমতীরপাড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন ও সহকারী কমিশনার ( ভূমি)
এ কে মোহাম্মদ ফয়সাল।
পঞ্চম দিনের লকডাউন শেষে কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন বলেন, মানুষজন নানান ছুতোয় ঘর থেকে বের হচ্ছে। এছাড়াও অনেকে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ২১ মামলায় ৫৪ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
করোনা নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যহত থাকবে।
আরো দেখুন:You cannot copy content of this page