কুমিল্লা সদর দক্ষিণে ২১ আগস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত ২১ আগস্ট উপলক্ষে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সাড়ে ১০ টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার। ভার্চুয়াল আলোচনা সভায় সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার,ইউএনও শুভাশিস ঘোষ, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, ওসি দেবাশীষ চৌধুরী বলেন,বাংলাদেশের ইতিহাসে ২১আগস্ট নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল একটি দিন।

২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। এতে ২৪ জন প্রাণ হারায়। আহত হয় কয়েক’শ মানুষ। যার মূল লক্ষ্য ছিলেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। ছিন্নভিন্ন লাশ, বিস্ফোরণের শব্দ, আহতদের আর্তনাদ, রক্তাক্ত নেতা-কর্মীদের ছুটোছুটিতে সেদিন ওই এলাকা হয়ে উঠেছিল বিভীষিকাময়।

সতের বছর আগের সেই দিনটিও ছিল শনিবার। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেটাও ছিল ভয়ঙ্কর আরেক অগাস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধু এভিনিউয়ের ওই গ্রেনেড হামলা ছিল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের ওপর সবচেয়ে বড় আঘাত।আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সে সময় ছিলেন বিরোধী দলীয় নেতা।

আর সেই সময়ের বিএনপি-জামায়াত জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন দুর্নীতির দায়ে দণ্ডিত। ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যার ওই ঘটনা স্তব্ধ করে দিয়েছিল জাতিকে। আজ বাংলাদেশের ইতিহাসে নৃশংস ওই হত্যাকাণ্ডের ১৭ বছর পূর্ণ হচ্ছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে হামলার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বক্তারা।

সালিমা খাতুন এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা, প্রাণী সম্পদ কর্মকর্তা রাকিবুল হাসান,উপজেলা মৎস্য কর্মকর্তা শায়লা শারমিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page