কুমিল্লা সরকারি কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের বিদায় অনুষ্ঠান

সাইফ বাবু।।
কুমিল্লা সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের (বিবিএ নবম ব্যাচ, শিক্ষাবর্ষ ২০১৭-১৮) বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ মার্চ কুমিল্লা সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ের পাশাপাশি বিদায়ী শিক্ষাবর্ষের ’’স্মৃতির ক্যানভাস’’ নামক স্মরনিকার মোড়ক উন্মোচন হয়।

হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় শিক্ষক সাইফ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্মরনিকার মোড়ক উন্মোচন ও বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো: বাহাদুর হোসেন ।

সভাপতির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো: আনোয়ারুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় শিক্ষক সহকারী অধ্যাপক কাজী স্বপ্না আক্তার ও নাজমা আক্তার। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো: দেলোয়ার হোসেন এবং উম্মে হাবিবা। কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ এর সিনিয়র যুগ্ন আহবায়ক সাকিব আহমেদ।

এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কলেজটির শিক্ষক পরিষদের যুগ্ন সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: নাঈমুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রীতা চক্রবর্তী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো: সেলিম শিকদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা ইয়ামিন, প্রভাষক মো: মাসুদ খন্দকার ও হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় শিক্ষক ফেরদৌস আলম।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page