নিজস্ব প্রতিবেদক।।
২৭ অক্টোবর- শুক্রবার কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত বাংলাদেশ একাদশ ও ভারত একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। ‘হ্যালো সুপারস্টারস’ আয়োজিত এ প্রীতি ম্যাচে দুই দলে দুই দেশের জনপ্রিয় প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা অংশ নেবেন।
ইতোমধ্যে এ ম্যাচ আয়োজন ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে কুমিল্লায়। মাইকে ঘোষণা করে জানান দেওয়া হচ্ছে খেলার সময়সূচি। কুমিল্লার ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য। অপেক্ষায় আছেন দুই দেশের স্বনামধন্য প্রিয় ফুটবলারদের পায়ের কাড়িকুড়ি দেখতে। সব মিলিয়ে প্রতিবেশী দুই দেশের সাবেক-বর্তমান ফুটবলারদের সমন্বয়ে অনুষ্ঠেয় এ ম্যাচ ঘিরে সাজ-সাজ রব বিরাজ করছে কুমিল্লায়।
খেলার আয়োজন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লায় অবস্থান করছেন হ্যালো সুপারস্টারসের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কুমিল্লার কৃতী সন্তান দেশবরেণ্য সঙ্গীত শিল্পী আসিফ আকবর।
এর আগে গত ১১ অক্টোবর বুধবার কুমিল্লার একটি রেস্টুরেন্টে এ প্রীতি ম্যাচ আয়োজনের সার্বিক তথ্য তুলে ধরেন হ্যালো সুপারস্টারসের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আসিফ আকবর। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রুমেন।
উপস্থিত ছিলেন ‘হ্যালো সুপারস্টারস’ অ্যাপের অনুষ্ঠান প্রধান নবীন হোসেন, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টংকু মুকিত, মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমানসহ ‘হ্যালো সুপারস্টারস’ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক ও মুক্তিযুদ্ধের গবেষক আবুল কাশেম হৃদয়।
এসময় আসিফ আকবর বলেন, পুরো আয়োজন- আমন্ত্রিত অতিথি এবং ভারতীয় ফুটবলারদেরকে বরণ করে নিতে আমরা প্রস্তুত আছি। ম্যাচটি দেখার জন্য কোনো দর্শককে টিকিট কাটতে হবে না। শুধুমাত্র মোবাইল ফোনে হ্যালো সুপারস্টার অ্যাপ ইনস্টল করলেই একটা কোড নম্বর দেখাবে। ওই কোড নম্বরটি গেইটম্যানকে দেখালেই সহজে প্রবেশ করা যাবে গ্যালারিতে। উপভোগ করা যাবে পুরো ম্যাচ।
তিনি বলেন, ২৭ তারিখ খেলা শেষে বাংলাদেশ ফুটবল একাদশ ঢাকায় চলে গেলেও ভারতীয় একাদশ কুমিল্লায় থাকবে। তাদের সম্মানে রাতে আমরা সার্কিট হাউসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবো। সেখানে কুমিল্লার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হবে। সব মিলিয়ে আশা করছি সুন্দর একটি আয়োজন হবে। এ আয়োজনকে ঘিরে কুমিল্লা পরিণত হবে উৎসবের নগরীতে।
আয়োজকসূত্রে জানা গেছে, ২৭ অক্টোবর শুক্রবার বিকাল তিনটায় কুমিল্লা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ একাদশ বনাম ভারত একাদশ্যের মধ্যকার ফুটবল ম্যাচ। খেলা শুরুর এক ঘন্টা পূর্বে দুপুর ২টায় খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করবেন। বিকাল সোয়া ৪টায় শেষ হবে খেলা।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মালয়েশিয়ার রাজ পরিবারের সদস্য ও মহামান্য রাজকীয় টংকু হারুন আর রাশেদ পুত্রা, মালয়েশিয়া রাজ পরিবারের সদস্য মহামান্য রাজকীয় নূর সুজানা আব্দুল্লাহ, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত।
কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপপিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের সহকারী হাই কমিশনার ড. রাজিব রঞ্জন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন হ্যালো সুপারস্টারস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. কামরুল আহসান।
এদিকে ভারত একাদশ বনাম বাংলাদেশ একদাশের মধ্যকার ফুটবল ম্যাচে কারা খেলবেন- তার একটি তালিকা করা হয়েছে।
তালিকা অনুযায়ী ভারত একাদশে খেলবেনÑ মেহতাব হোসেন, সৌমিক দে, শাস্ত্রী দুলে, সুবাস চক্রবর্তী, সাফর সরদার, আসিস বিশ্বাস, রহিম নবী, দিপংর রয়, ডেনসন দেবদাস, সিপ্টন পল, আলভিটো রনাল্ডো, ভারত সরকার, ছোটু ঘোষ।
বাংলাদেশ একাদশে খেলবেন এমিলি, মিশু, মিঠুন, জাহিদ, কমল, উত্তম, জালাল, মামুনুল, ফয়সাল, শরিফ, আসাদ, আমিনুল, বিপ্লব, এনামুল।
আরো দেখুন:You cannot copy content of this page