কুমিল্লা হবে গ্রিন সিটি; প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানান উদ্যোগ

কুমিল্লা নিউজ ডেস্ক।।
‘ইট-পাথরের নগরীতে সবুজ ছড়িয়ে যাক সবার প্রাণে’- এ স্লোগান সামনে রেখে কুমিল্লা নগরীকে গ্রিন সিটি করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ কার্যক্রমে সিটি করপোরেশন ছাড়াও সার্বিক সহযোগিতায় রয়েছে ‘গ্রিন স্বদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পাঁচ শতাধিক প্লাস্টিকের টবে সৌন্দর্যবর্ধক পাতাবাহার ফুলের গাছ লাগানো হবে। রোববার সকাল ১০টার দিকে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। এরই মধ্যে গ্রিন স্বদেশের কর্মীরা নানা রঙে সাজিয়েছেন ফুলের টব।

শুক্রবার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ সাংবাদিকদের জানান, কুমিল্লা টাউন হল প্রাঙ্গণের সামনে লোহার গ্রিলে নতুন প্রজন্মের সন্তানদের নিয়ে রোববার এ ফুলগাছ লাগানো হবে।

সুন্দর নগরী সবার অধিকার। আশা করি, নগরীকে বাসযোগ্য করতে এমন উদ্যোগের ফলে পুষ্পমেলায় বাহারী ফুলের সৌন্দর্য্যে বিমোহিত হবে নগরবাসী।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page