স্টাফ রিপোর্টার।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণপাড়ার বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী।
শুক্রবার (২৭ জুন) ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিদের সামনে দোয়া চেয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইচ্ছার কথা জানান। তিনি বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য জনকল্যাণ। আমি মানুষের পাশে দাঁড়াতে এসেছি, নেতার মতো শাসন করতে নয়। জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করতে চাই।”
তিনি আরও বলেন,“বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সাধারণ মানুষ সহজ-সরল এবং তারা একজন সৎ ও ক্লিন ইমেজের জনপ্রতিনিধি চান। তাদের উৎসাহ ও অনুপ্রেরণাতেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি এবং ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো।”
ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী বলেন, “আমি বিশ্বাস করি, রাজনীতি হলো মানুষের কল্যাণে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এখানে দুর্নীতি, প্রতারণা আর আত্মস্বার্থ নয়—স্বচ্ছতা, মানবিকতা ও জবাবদিহিতাই হওয়া উচিত নেতৃত্বের ভিত্তি।”
“আমার রাজনীতি হবে দলমতের ঊর্ধ্বে উঠে, সাধারণ মানুষের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে। আমি এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে মানুষের সমস্যা সমাধানই হবে মূল কাজ, প্রতিশ্রুতি দিয়ে ভুলে যাওয়ার রাজনীতি নয়।”
তিনি জানান, “নির্বাচিত হলে আমি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করবো। পাশাপাশি মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো।”
এর আগে ২০০৭ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
ঘোষণার দিন তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং নির্বাচনী ইশতেহারের লিফলেট বিতরণ করেন। গণসংযোগে জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়ার মোশারফ হোসেন খান চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন খান চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।