কুমিল্লা-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন এমপি বাহার

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা-৬ (সিটি কর্পোরেশন ও আদর্শ সদর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (২৯ নভেম্বর) বিকাল পৌনে ৪ টার দিকে কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। জেলা রিটার্নিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান মনোনয়নপত্র গ্রহণ করেন।

এসময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পিপি এড. জহিরুল ইসলাম সেলিম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সূচনা, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আতিকুল্লাহ খোকন, এড. সৈয়দ নূরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, চিত্ত রঞ্জন ভৌমিক, কোষাধ্যক্ষ আলী মনসুর ফারুক, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহীদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র দাখিলের পর বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেন, আমরা সকল কিছু মোকাবেলা করেই নির্বাচন করব। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিবে। আমরা ২০১৪ সালেও দেখেছি তারা ৫০০ ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল, ভোট থেমে যায়নি। এখনো থামবে না। যারা স্বপ্নের জগতে বসবাস করে ভোট থামিয়ে দিবে, ভোট থামবে না। বাংলাদেশের মানুষ প্রতিহত করবে।

হাজী বাহার এমপি আরও বলেন, আমার বড় অর্জন কুমিল্লার মানুষ শান্তিতে ঘুমায়। কুমিল্লায় চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত, ইভটিজিং মুক্ত। কুমিল্লা দেশের ১ নম্বর রেমিট্যন্সের শহর। যেদিকে তাকাই টাওয়ার হচ্ছে, বিল্ডিং উঠছে, মার্কেট হচ্ছে। কোথাও চাঁদাবাজি নেই। চাঁদাবাজ মুক্ত কুমিল্লারই জয় হবে। সন্ত্রাসমুক্ত কুমিল্লারই জয় হবে। মানুষ শান্তিতে ঘুমায়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page