কুমিল্লা-৭ আসনে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়ন পত্র জমা

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা-৭(চান্দিনা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও আরো দুই প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলো স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী ও ন্যাপ এর প্রার্থী মোঃ মনিরুল ইসলাম।

সোমবার দুপুরে কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহারকে সাথে নিয়ে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদারের নিকট মনোনয়ন পত্র জমা দেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। এসময় সাবেক এমপি মরহুম আলী আশ্রাফের ছেলে নৌকা প্রত্যাশী মুনতাকিম আশরাফ টিটুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগের দলীয় এমপি অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই মৃত্যুবরণ করলে এই আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ১৩ সেপ্টেম্বর, বাছাই ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর। এরপর প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর এই আসনে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page