
নেকবর হোসেন।।
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নতুন প্রশাসক মো. শাহ আলম দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি নগরীর নানা সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
প্রশাসক শাহ আলম বলেন, “কুমিল্লা একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নগরী। যানজটসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করতে চাই। এ কাজে আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, টমছমব্রিজ বাজার পরিদর্শনে গিয়ে তিনি দেখেছেন, সিটি করপোরেশনের লোকেরাই অবৈধ দখলের সঙ্গে জড়িত। প্লান পাসে অতীতে অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
ব্যক্তিগত প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লায় পোস্টিং হওয়ায় তার স্ত্রী ও সন্তানরা খুশি নন। তবে জেলার সন্তান হিসেবে তিনি কুমিল্লার উন্নয়নে কাজ করতে চান।
মতবিনিময় সভায় সাংবাদিকরা নগরীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত দেন এবং নতুন প্রশাসককে স্বাগত জানান। শাহ আলম বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। সবাই মিলে কাজ করলে কুমিল্লাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য শহরে রূপ দেওয়া সম্ভব।”
সভা শেষে তিনি নগরীর যানজট নিরসনে বাস্তবসম্মত পরিকল্পনার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন কুসিকের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া, মাঈন উদ্দিন চিশতী, সহকারী প্রকৌশলী আবু ইউনুস প্রমুখ। সচিব মোহাম্মদ মামুন বলেন, জনবল দ্রুত আনার চেষ্টা চলছে।