কৃষ্ণপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া-পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়নে কৃষ্ণপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা’র পরিচালনা কমিটি, শিক্ষকমন্ডলী এবং কর্মচারীবৃন্দের সার্বিক সহযোগিতায় বার্ষিক ক্রীড়া, ইসলামিক সাংস্কৃিতিক, পুরস্কার বিতরণ ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় আন্তঃবিভাগে কুরআন তেলাওয়াত, দেশাত্ববোধক গান, ইসলামী সংগীত, জাতীয় সংগীত, আবৃত্তি, শিক্ষনীয় কৌতুক, রচনা প্রতিযোগিতা, সংলাপ ও বহিঃবিভাগের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং মাদ্রাসায় বার্ষিক পরীক্ষায় প্রত্যেক শ্রেণিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রবিবার (১৯ মার্চ) দুপুরে মাদ্রাসা প্রঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, প্রধান বক্তা ছিলেন উজিরপুর ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাছুম।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো: আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সর্দার, মিঞাবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসেন।

মাদ্রাসা সুপার আলহাজ্ব হযরত মাওলানা আবুল কাশেম মোঃ শামসুদ্দিন ফারুকী’র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন মেম্বার, সদস্য মোঃ শাহ আলম মেম্বার, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মিঞা মোঃ নাছির, সাধারণ সম্পাদক মো: ফজলুল হক মেম্বার, উজিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঞা মোঃ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: খোরশেদ আলম, চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান সংসদের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, মিঞাবাজার হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেন, কৃষি উদ্যাক্তা ও বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আব্দুল করিম, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল, ইউপি সদস্য আব্দুর রহমান রহিম, মোঃ শোয়েবুল হাসান সোহেল, নূরে আলম মামুন।

মাদ্রাসার সহকারী শিক্ষক মো: আবু জাফর, শাহাদাত হোসাইন ও মো: মনিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় আমন্ত্রিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার আবুল হাসেম, সমাজ সেবক মোঃ বদিউল আলম, ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোছলে উদ্দিন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মাস্টার মামুনুর রহমান, শাহেদ আজগর, আব্দুল কাদের, মাস্টার আব্দুল মতিন, জেসমিন আক্তার লাকী, দাতা সদস্য মোহন মিয়া, সিদ্দিকুর রহমান, মাদ্রাসার সহ-সুপার মাওলানা আনোয়ারুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন মাদ্রাসার সহকারি শিক্ষিকা রুমানা আক্তার, ২৬ শে মার্চের উপর বক্তব্য রাখেন শিক্ষার্থী মো: হাসান, দাখিল পরীক্ষার্থীদের মধ্যে বিদায়ী বক্তব্য রাখেন সাদেকুন্নাহার উরমি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page