কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি

কুবি প্রতিনিধি।।
কোটাবৈষম্য নিরসনের এক দফা দাবিসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লকেড কর্মসূচি’-তে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও কুমিল্লা সরকারি কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রবিবার (১৪ জুলাই) কুমিল্লার সদরের পুলিশ লাইনস থেকে গণ-পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে ১২ টা ৪৫ মিনিটে পূর্ব ঘোষনা অনুযায়ী স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। এসময় জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া এই স্মারকলিপি গ্রহণ করেন।

গণপদযাত্রায় শিক্ষার্থীরা ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাই নাই, লেগে ছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে ইত্যাদি বলে স্লোগান দেন।

স্মারকলিপি দেয়ার পর জেলা প্রশাসক কার্যালয়ের ফটকে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুবি শাখার অন্যতম সমন্বয়ক আবু মোহাম্মদ রায়হান বলেন, কোটাকে সংস্কারের মাধ্যমে সংবিধানে সুবিধাবঞ্চিতদের পক্ষে ন্যূনতম কোটা রেখে বাকিসকল কোটা বাতিল করে সংসদে আইন পাশের জন্য রাষ্ট্রের নির্বাহী বিভাগের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি।’

কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পঙ্কজ বড়ুয়া বলেন, ‘সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী এবং তাদের প্রতিনিধিরা আমাদের কাছে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি দিয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারক লিপি আমি গ্রহণ করেছি। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা পৌঁছে দিব।”

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page