গণতন্ত্র পুনরুদ্ধারে সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক,সদর দক্ষিণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ও মহানগর দক্ষিণ বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার বিকালে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক হাজী মামুনুর রশীদ মজুমদার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার উল্লা বিএসসি, গলিয়ারা ইউনিয়ন বিএনপি সভাপতি হারুনুর রশিদ মজুমদার, বিএনপি নেতা মিজানুর রহমান আজাদ, সদর দক্ষিণ উপজেলা কৃষকদল সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মজুমদার রকেট, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,চৌয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুল, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাবুল।

মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মজুমদার, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সমন্বয়ক মোঃ সায়েম মজুমদার,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক মানিক,মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জহির মজুমদার,মিজান চৌধুরী, রাসেল চৌধুরী,সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব কিবরিয়া জুয়েল, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা যুবদল নেতা আবু আহম্মেদ মজুমদার, জাহাঙ্গীর আলম, আবুল বাশার, রোবেল।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে মেজর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। আজ থেকে ৪৩ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্বনন্দিত নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষকে একদলীয় দুঃশাসনের করাল গ্রাস থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশ, দেশের মানুষের উন্নয়ন বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে নিরলস কাজ করে যাচ্ছে।‘বর্তমান দু:সময়ে জনগণকে সংগঠিত করার কোন বিকল্প নেই।

দেশ আজ দু:শাসন কবলিত। মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্য সঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। আইন শৃঙ্খলা বাহিনীকে বেআইনী কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা। খুন-খারাবী, নারী-শিশু নির্যাতন, অপহরণ, গুপ্তহত্যা ইত্যাদি অনাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। কারণ সরকার যেখানে জনগণের প্রতিপক্ষ সেখানে মানুষের জানমালের কোন নিরাপত্তা থাকতে পারে না। সুতরাং জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে।

এ সময় মহানগর যুবদল নেতা জামাল হোসেন, ছোটন,মানিক,কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ও বৃহত্তর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মেহেদী হাসান,কুভিক ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মজুমদার, ছাত্রদল নেতা মোঃ রাসেল খান,সাদ্দাম,মাহাবুব,অপু,সালমান ফারসী,সবুজ,আলমগীর, রাকিব,ফরহাদ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page