মো.জাকির হোসেন।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মুসলিম জনতা।
আজ বাদ যোহর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নিমসার অংশে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে নিমসার উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা শেষ করে মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করেন। এছাড়াও ইসরাইলের পণ্য বয়কটের আহ্বানে নিমসারের বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করেন তারা।
বিক্ষোভ মিছিলে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন -মোকাম ইউনিয়নের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নূর ফাউন্ডেশন,আমরা মানবতার পাশে, নিমসার ব্লাড ব্যাংক, তাকওয়া শপ,পাঁচকিত্তা যুব সমাজ, মোকাম ছাত্র সমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠন। এসময় তারা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘সেইভ চিলড্রেন অব প্যালেস্টাইন’ ‘ বয়কট ইসরাইলের পণ্য’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গাজায় শিশু, নারী, সাধারণ মানুষ নির্বিচারে হত্যার শিকার হচ্ছে। এটি মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ। এই দমন-পীড়নের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে আরও সোচ্চার হতে হবে। একইসঙ্গে তারা বাংলাদেশ সরকারসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান, যেন ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয় এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ের পথে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page