শাহ ইমরান।।
কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ রোধে উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের যৌথ অভিযান করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) সকাল ১১টা থেকে গোমতী নদীর মাটি ও বালি তোলা বন্ধ রোধে ড্রাইভারশন বন্ধ করার অভিযান করা হয়েছে।
গোমতী নদীর মাটি ও বালি তোলা বন্ধ রোধে বুধবার প্রথম দিনের অভিযানে জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর থেকে শুরু করে অরন্যপুর, পালপাড়া পর্যন্ত ড্রাইভারশন বন্ধ করা হয়।
এ সময় অভিযান পরিচালনা করেন, আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা এবং আদর্শ সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার মেহেদী হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সহকারি রাজস্ব কর্মকর্তা মো: আরিফুর রহমান, উপসহকারী প্রকৌশলী নাহিদ ফারজানা শিমু, রাজস্ব সার্ভেয়ার জেসমিন আক্তার, সাথে সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের এ এস আই আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার কানিজ ফাতেমা বলেন, গোমতী নদী থেকে মাটি এবং বালি উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসক জিরো টলারেন্সে রয়েছেন। এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে ও মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরো দেখুন:You cannot copy content of this page