নিজস্ব প্রতিবেদক।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া বড়বাড়ির এলাকার বাসিন্দা পরিবহন ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ লেতু মিয়া মঙ্গলবার রাত ১১ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।
গেলো শনিবার দুপুরে লেতু মিয়া তার বাসায় অসুস্থ হয়ে পরেন। প্রথমে কুমিল্লায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
আগামীকাল শুক্রবার বাদ জুম্মা আড়াইওড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ সমাহিত করা হবে ।