চান্দিনায় ইয়াবাসহ মাদক কারবারি ওমর আলী আটক

নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনায় ইয়াবা ট্যাবলেটসহ ওমর আলী (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর সকালে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটক হওয়া মাদক কারবারি সিরাজগঞ্জ জেলার বেলকুঁচি উপজেলার কোনাবাড়ী গ্রামের মৃত. আব্দুস সাত্তার সরকারের ছেলে।

রবিবার (১০ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page