
মনোয়ার হোসেন।।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক নির্দেশনায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও গতিশীল করার লক্ষে চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাস্টার আব্দুল ওয়াদুদ, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর আব্দুর রহমান আলমগীর। বিশেষ বক্তা ছিলেন উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিঞা মো: জোবায়ের, উজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমজি শাহ আলম পিন্টু, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার, উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ও উজিরপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম, উজিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
উজিরপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ মেম্বারের সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো: দুলাল মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উজিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইউছুফ, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব নবী, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: সিরাজ, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাছির উদ্দিন, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: হানিফ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উজিরপুর ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক এছাক মিয়া, প্রচার সম্পাদক মো: শাহ আলম, শ্রমিকদল নেতা আবদুল লতিফ, মো: হারুন, মো: শাহ আলম।
মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে মোসা: শিরিনা বেগমকে সভাপতি, তাসলিমা আক্তারকে সহ-সভাপতি, মনোয়ারা বেগমকে সাধারণ সম্পাদক, হোসনে আরা বেগমকে সহ-সাধারণ সম্পাদক, শাহিনা বেগমকে সাংগঠনিক সম্পাদক ও রহিমা বেগমকে সহ-সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৭নং ওয়ার্ড মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়।