মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া বেগম ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিওড়া বেগম ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কাজী নুরুল ইসলাম শাহীন রেজা।
চিওড়া বেগম ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জহিরুল কাইয়ুমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবদুর রহিম, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের, চিওড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হারুনুর রশিদ হারুন, চিওড়া কাজী পরিবারের কৃতি সন্তান নজমুল হক চুট্টু, কাজী শহিদ, ধোড়করা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নূরে এলাহী, চিওড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী রকিব, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির খবির মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক মো: মহসিন চৌধুরী, আব্দুল মালেক (মানিক)। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চিওড়া আছগরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো: ইয়াকুব আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন, চিওড়া বেগম ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম সুমন, মো: আবুল কাশেম, মোজাম্মেল হক, আব্দুল আলিম, মো: সালাউদ্দিন ফাহিম, নুরুল আজিম, আনোয়ার উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এরপর দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।
আরো দেখুন:You cannot copy content of this page