চৌদ্দগ্রামে “প্রায়োগিক পরীক্ষণ মাঠে বিনা উদ্ভাবিত আমন ধানের মূল্যায়ণ” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর উদ্যোগে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদারকরণ কর্মসূচির আওতায় স্বল্প মেয়াদী জাত বিনা ধান-৭ এর মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে স্বল্প মেয়াদী বিনা ধান-৭ এর চাষের প্রতি সাধারণ কৃষকদের আগ্রহী করে তুলতে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তারা বিনা এর পক্ষ থেকে কৃষকদেরকে বিনামূল্যে বীজ সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ প্রদান সহ নানা সুবিধা দেয়ার আশ্বাস প্রদান করেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিনা’র মহা-পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা জেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার শেখ আজিজুল হক, চৌদ্দগ্রাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোবায়ের আহমেদ।

বিনা উপকেন্দ্র কুমিল্লা’র এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি’র সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা শামস আল মাহমুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নাজমুল হাসান মজুমদার, বিনা’র বৈজ্ঞানিক সহকারী মো: আরিফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসা: নাঈমা আক্তার, উজিরপুর ইউনিয়নের সফল কৃষি উদ্যোক্তা মো: আবু বক্কর ছিদ্দিক নোমান সহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, অনুষ্ঠানে ১৫ জন কৃষকের মাঝে বিনা সরিষা-৯ ও বিনা সরিষা-১১ এর ১৫ কেজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page