চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার ৫ম বারের সভাপতি হাবিব উল্লাহ কাঁচপুরীকে গণসংবর্ধনা

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছন্নাৎ দাখিল মাদরাসা পরিচালনা কমিটির পঞ্চম বার সভাপতি নির্বাচিত হওয়ায় আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (১২ জুলাই) সকালে বাবুচি দারুচ্ছন্নাৎ দাখিল মাদরাসা ও এলাকাবাসীর আয়োজনে এ উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা মো: আবু তাহের।

ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন এর সভাপতিত্বে এবং মাদরাসার প্রতিষ্ঠাতা শ্রেণির সদস্য জহিরুল আলম মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা এবিএম কবির হোসেন। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা এ কে এম ইউসুফ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার দাতা সদস্য মাস্টার রফিকুল ইসলাম, আবুল হোসেন মেম্বার, মাদরাসার সিনিয়র শিক্ষক মো: আবুল বাশার, বিশিষ্ট সমাজসেবক নজির আহম্মদ, ইউপি সদস্য ইকবাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বেলাল হোসেন, গাজী শামসুল হক, মোস্তফা কামাল, আব্দুল আজীজ, মো: আব্দুল মতিন মজুমদার প্রমুখ। অনুষ্ঠান শেষে মাদরাসার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরীর পক্ষ থেকে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সহস্রাধিক জনসাধারণকে আপ্যায়ন করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page