মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে মিঞাবাজার ডিগ্রি কলেজে ছাত্রলীগের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ অক্টোবর) সকালে কলেজ মিলনায়তনে কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কলেজ অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কলেজ গভর্নিং বডির সদস্য মতিউর রহমান জালাল, সহ-সভাপতি হাবিবউল্লাহ সুমন, উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম।
মিঞাবাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আহাদুল হক তুষার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাশিনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন সজীব, উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা শাখাওয়াত হোসেন, উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন মনজু, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, মিঞাবাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম প্রমুখ। পরে কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে।