০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ৪৫০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কুমিল্লার দেবিদ্বারে ৭১ পিস মেশিন গানের গুলি উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাহসিকতার স্বীকৃতি: পিপিএম পদকে ভূষিত হলেন কুমিল্লার এসআই খাজু মিয়া ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় বুড়িচংয়ে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত প্রতিরোধে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবিদ্বারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুমিল্লার লালমাই মাদককে না বলে শিক্ষার্থীদের শপথ চাকসু নির্বাচনে এজিএস পদে প্রার্থী বুড়িচংয়ের ফয়সাল -শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের সাথে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

চৌদ্দগ্রামে রবি মৌসুমে ১২০০ বিঘা জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

  • তারিখ : ১১:২৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • 53

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে রবি মৌসুমে ১২০০ বিঘা জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি অফিস।

রবি (২০২৪-২৫) মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রায় ৮০০ জন কৃষকের মাঝে ১০০০ কেজি সরিষা বীজ বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ নভেম্বর) মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা উপপরিচালক আইয়ুব মাহমুদ ও অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়ের আহমেদের বলেন, চৌদ্দগ্রাম উপজেলায় আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ৭টি ইউনিয়নের ২৭ টি মাঠে একসাথে ১২০০ বিঘা জমিতে সরিষা আবাদ করা হবে। সরিষার আবাদ ও উৎপাদন রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাবে এবং কৃষকেরাও চাষে উদ্বুদ্ধ হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলা উপপরিচালক জনাব আইয়ুব মাহমুদ বলেন, উপজেলা কৃষি অফিসারের এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারলে মানুষের মাঝে সরিষা আবাদের ব্যাপক সাড়া পড়বে এবং সরিষার আবাদ ও উৎপাদন বাড়বে।

error: Content is protected !!

চৌদ্দগ্রামে রবি মৌসুমে ১২০০ বিঘা জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

তারিখ : ১১:২৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে রবি মৌসুমে ১২০০ বিঘা জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি অফিস।

রবি (২০২৪-২৫) মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রায় ৮০০ জন কৃষকের মাঝে ১০০০ কেজি সরিষা বীজ বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ নভেম্বর) মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা উপপরিচালক আইয়ুব মাহমুদ ও অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়ের আহমেদের বলেন, চৌদ্দগ্রাম উপজেলায় আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ৭টি ইউনিয়নের ২৭ টি মাঠে একসাথে ১২০০ বিঘা জমিতে সরিষা আবাদ করা হবে। সরিষার আবাদ ও উৎপাদন রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাবে এবং কৃষকেরাও চাষে উদ্বুদ্ধ হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলা উপপরিচালক জনাব আইয়ুব মাহমুদ বলেন, উপজেলা কৃষি অফিসারের এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারলে মানুষের মাঝে সরিষা আবাদের ব্যাপক সাড়া পড়বে এবং সরিষার আবাদ ও উৎপাদন বাড়বে।