মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
চৌদ্দগ্রামে লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে হোটেল খোলা রাখে খাবার বিক্রি করায় চৌদ্দগ্রাম বাজারে ৩ হোটেলকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সপ্তাহব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
চৌদ্দগ্রাম বাজারে সরকারি নির্দেশনা না মেনে খাবার হোটেল খোলা রেখে বেচাকেনা করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা’র ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ভোজন বিলাস হোটেলকে ৩ হাজার টাকা,হাজী ক্যাফে রেস্তোরাঁকে ৩হাজার টাকা,বিসমিল্লাহ হোটেলকে ২হাজার টাকা সহ মোট ৭হাজার টাকা জরিমানা করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page