চৌদ্দগ্রামে সর্বস্তরের ছাত্র সমাজের উদ্যোগে গণ ইফতার

মনোয়ার হোসেন।।
পবিত্র মাহে রমযানের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন তেলাওয়াত এর আসর ও ইফতার মাহফিলে বাধা এবং এ ঘটনার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যানকে শোকজ এর প্রতিবাদে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে সর্বস্তরের ছাত্র সমাজের উদ্যোগে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বিকালে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রত্যেক অংশগ্রহণকারী নিজ নিজ উদ্যোগে প্রয়োজনীয় ইফতার সামগ্রী নিয়ে আসেন। এতে সমগ্র চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত সাধারণ শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ সহ সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব মুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলে সম্মীলিতভাবে জামায়াতের সাথে মাগরিবের সালাত আদায়ের মাধ্যমে গণ ইফতার কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page