মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
উচ্চ আদালতের নির্দেশনায় ও হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক তত্ত¡াবধানে মিয়াবাজার হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে বিগত ১০ মাসে সিএনজি চালিত থ্রি হুইলার চলাচল কমে যাওয়ায় দুর্ঘটনা প্রায় নেই বললেই চলে।
এতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হারও কমে গেছে। চৌদ্দগ্রামের সাধারণ মানুষসহ সচেতন মহল বেশ আনন্দচিত্তে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতায় গত দশ মাস ধরে থ্রি-হুইলার এর দুর্ঘটনা সংগঠিত হয় নাই।
যার ফলে সড়কে মৃত্যুর হারও অনেকাংশে কমে গেছে। গত তিন মাসে মিয়াবাজার হাইওয়ে পুলিশ মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ৪৫৫টি মামলা দিয়ে ২ হাজার ৫০০ টাকা থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন পরিমানে থ্রি হুইলার চালকদের জরিমানা করে।
জরিমানার এ অর্থ পপ মেশিনের মাধ্যমে সরকারী চালান প্রদান স্বাপেক্ষে উপায় ই-ক্যাশের মাধ্যমে সরকারী কোষাগারে জমা করা হয়। মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে ও দুর্ঘটনা কমাতে মিয়াবাজার হাইওয়ে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
আরো দেখুন:You cannot copy content of this page