০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও গণজুতা নিক্ষেপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি উন্মুক্তের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি কুমিল্লার বুড়িচংয়ে কলেজ ছাত্র তুহিন হত্যার এক আসামি গ্রেফতার প্রাকৃতিক গ্যাসের উপজেলা মুরাদনগর: ১০ ভাগ পরিবারেরই নেই গ্যাস সংযোগ আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবসে কুমিল্লায় নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা কুমিল্লায় বিয়ের এক মাস না যেতেই লরির নিচে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু আবাসিক সংকট চরমে, বাধ্য হয়ে মেসে থাকছেন কুবি শিক্ষার্থীরা কুমিল্লায় ‘কুমিল্লা মেট্রো রানার্স’ এর টি-শার্ট ও লোগু উম্মোচন বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, মুচলেকা দিয়ে জব্দ বাস ফেরত নিল মালিকপক্ষ সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের বর্ণাঢ্য র‍্যালী

  • তারিখ : ০৯:২৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 949

মো: সোহরাব হোসেন।।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। র‍্যালীতে মহিলা দলের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা উত্তর জেলা চান্দিনা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে চান্দিনা ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ডক্টর খন্দকার মারুফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি আক্তার।

কেন্দ্রীয় মহিলাদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “নারীর অধিকার রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মহিলা দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মিছিলে আমাদের অঙ্গীকার—নারীর অধিকার ও গণতন্ত্রের লড়াই আরও শক্তিশালী করা।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহিলা দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের শক্তিশালী প্ল্যাটফর্ম। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে মহিলা দলের অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

error: Content is protected !!

জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের বর্ণাঢ্য র‍্যালী

তারিখ : ০৯:২৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

মো: সোহরাব হোসেন।।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। র‍্যালীতে মহিলা দলের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা উত্তর জেলা চান্দিনা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে চান্দিনা ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ডক্টর খন্দকার মারুফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি আক্তার।

কেন্দ্রীয় মহিলাদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “নারীর অধিকার রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মহিলা দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মিছিলে আমাদের অঙ্গীকার—নারীর অধিকার ও গণতন্ত্রের লড়াই আরও শক্তিশালী করা।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহিলা দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের শক্তিশালী প্ল্যাটফর্ম। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে মহিলা দলের অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।