আলমগীর হোসেন।।
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি নিবেদিত কবিতা শ্রাবণের শোকগাথা ও আলোক প্রজ্বালন করেছে কুমিল্লার কবি, আবৃত্তি শিল্পী, সাংস্কৃতিক কর্মীরা।
জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বৃহস্পতিবার (১লা আগস্ট) বিকেলে কবি নজরুল ইনিস্টিউটে এ শোকগাথা ও আলোক প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) ফাহমিদা মুস্তফা।
এসময় তিনি বলেন, এই শোককে শক্তিতে রুপান্তরিত করতে তাদের এ প্রয়াস।
জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার আয়াজ মাবুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, বীরমুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার , বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমনসহ অনেকে।
সঞ্চালনায় ছিলেন ধ্বনি আবৃত্তি স্কুলের সভাপতি মাহতাব সোহেল।
উক্ত শ্রাবণের শোকগাথা অনুষ্ঠানে ২০ জন কবি, ১৫জন আবৃত্তি শিল্পী এবং ১৫টি আবৃত্তি সংগঠন অংশ নেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোক প্রজ্বালনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।