জহিরুল হক বাবু।।
‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই শ্লোগানের আলোকে বুড়িচংয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র্যাল, আলোচনা সভা ও ওয়াকাথন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুরে বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ কবির আহামেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মীর হোসেন মিঠু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সহকারী সমাজসেবা কর্মকর্তা আহমেদ উল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ ছাব্বির, তারিকুল ইসলাম পিয়াস, তানিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।
আরো দেখুন:You cannot copy content of this page