০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হয়েছে -ডা. হারুন আল রশিদ

  • তারিখ : ১২:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 558

আতাউর রহমান।।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হয়েছে। জুলাই যোদ্ধাদের আজকে স্মরণ করছি। যদি ৫ই আগস্টে সেই বিপ্লব সফল না হতো তাহলে আমার মতো প্রফেসর হারুন আল রশিদ এখানে এসে বক্তৃতা দিতে পারতো না।

শনিবার ( ১৩ সেপ্টেম্বর ) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর আবদুল মতিন খসরু কলেজ মাঠে মালাপাড়া ইউনিয়নবাসী ও আসাদনগর আবদুল মতিন খসরু কলেজের যৌথ আয়োজনে দেওয়া গণসংবর্ধনা গ্রহণকালে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, আমার সাথে আজকে এখানে যে চিকিৎসকরা এসেছেন তারা কেউ আওয়ামী শাসনামলে পদোন্নতি পাননি। আওয়ামী স্বৈরাচারের আমলের ১৭ বছরে পদোন্নতি তো দূরের কথা উল্টো হয়রানির শিকার হতে হয়েছে। যাদের বিপ্লবের সুফলে এই দেশে গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হয়েছে আজকে সেই সাহসী যোদ্ধাদের স্মরণ করছি ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি আরও বলেন, ৫ই আগস্টের সেই বিপ্লব আমাদের মন-মানসিকতায় পরিবর্তন এনে দিয়েছে। আপনারা জানেন সেই বিল্পবের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। সেই বিপ্লবের ফলশ্রুতিতে আমাদের বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর আলম ভূইয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. এনামুল হক মাসুদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দ. জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন৷

মালাপাড়া ইউনিয়নবাসী ও আসাদনগর আবদুল মতিন খসরু কলেজের আয়োজনে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ড্যাবের সভাপতি ডা. মো. মাসুম হাসান, কুমিল্লা মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তৌহিদুর রহমান সুমন, কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি ডা. মিনহাজুর রহমান তারেক, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শাহ আলম খোকন, যুগ্ম-আহ্বায়ক মো. মহসিন কবির সরকার, যুগ্ম-আহ্বায়ক মো. নজরুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূইয়া, বিএনপি নেতা মো. মাজহারুল ইসলাম ভূইয়া৷

এছাড়াও আসাদনগর আবদুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন৷

error: Content is protected !!

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হয়েছে -ডা. হারুন আল রশিদ

তারিখ : ১২:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আতাউর রহমান।।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হয়েছে। জুলাই যোদ্ধাদের আজকে স্মরণ করছি। যদি ৫ই আগস্টে সেই বিপ্লব সফল না হতো তাহলে আমার মতো প্রফেসর হারুন আল রশিদ এখানে এসে বক্তৃতা দিতে পারতো না।

শনিবার ( ১৩ সেপ্টেম্বর ) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর আবদুল মতিন খসরু কলেজ মাঠে মালাপাড়া ইউনিয়নবাসী ও আসাদনগর আবদুল মতিন খসরু কলেজের যৌথ আয়োজনে দেওয়া গণসংবর্ধনা গ্রহণকালে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, আমার সাথে আজকে এখানে যে চিকিৎসকরা এসেছেন তারা কেউ আওয়ামী শাসনামলে পদোন্নতি পাননি। আওয়ামী স্বৈরাচারের আমলের ১৭ বছরে পদোন্নতি তো দূরের কথা উল্টো হয়রানির শিকার হতে হয়েছে। যাদের বিপ্লবের সুফলে এই দেশে গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হয়েছে আজকে সেই সাহসী যোদ্ধাদের স্মরণ করছি ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি আরও বলেন, ৫ই আগস্টের সেই বিপ্লব আমাদের মন-মানসিকতায় পরিবর্তন এনে দিয়েছে। আপনারা জানেন সেই বিল্পবের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। সেই বিপ্লবের ফলশ্রুতিতে আমাদের বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর আলম ভূইয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. এনামুল হক মাসুদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দ. জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন৷

মালাপাড়া ইউনিয়নবাসী ও আসাদনগর আবদুল মতিন খসরু কলেজের আয়োজনে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ড্যাবের সভাপতি ডা. মো. মাসুম হাসান, কুমিল্লা মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তৌহিদুর রহমান সুমন, কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি ডা. মিনহাজুর রহমান তারেক, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শাহ আলম খোকন, যুগ্ম-আহ্বায়ক মো. মহসিন কবির সরকার, যুগ্ম-আহ্বায়ক মো. নজরুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূইয়া, বিএনপি নেতা মো. মাজহারুল ইসলাম ভূইয়া৷

এছাড়াও আসাদনগর আবদুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন৷