টিআর কাবিটা ও ঐচ্ছিক অনুদানের দেড় কোটি টাকার চেক বিতরণ করেলেন এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার টিআর কাবিটা ও ঐচ্ছিক তহবিলের প্রায় দেড় কোটি টাকার অনুদানের চেক বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিদের মাঝে অনুদানের এ চেক বিতরণ করেন।

কুমিল্লা সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় টি আর এর ৫১টি প্রকল্পের ৭১লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকার চেক, কাবিটার ৬১ টি প্রকল্পের ৭৩ লাখ টাকার চেক এবং ৪১ জন অসহায় পরিবারের সদস্যের মাঝে ঐচ্ছিক তহবিলের আর্থিক অনুদানের দুই লাখ এগারো হাজার টাকার চেক বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত আরও ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসার, সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল ইসলাম,
দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালিরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সিআইপি, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, মহানগর আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক এনাম সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page