মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালবাসায় নিজ গ্রামে সমাহিত হলেন কক্সবাজারের টেকনাফ সমুদ্রে নিখোঁজ হয়ে যাওয়া সেই বিজিবি সদস্য সিপাহী মোঃ বিল্লাল হাসান (৩১)
সোমবার (২৪ মার্চ) সকাল (ভোরবেলা ৪ টায়)তার নীজ বাড়িতে তাঁর মরদেহ পৌঁছে,সকাল ১১টায় বিজিবির প্রচলিত রীতি অনুযায়ী আনুষ্ঠানিকতা ও জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে গ্রামের বাড়িতে লাশ পৌঁছানোর পর তাকে এক নজর দেখার জন্য সকাল থেকেই তার বাড়িতে হাজারো মানুষের ঢল নেমে আসে।
সিপাহী মো. বিল্লাল হাসান মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বজলুর রহমানের ছেলে।
উল্লেখ্য, শুক্রবার (২১ মার্চ) গভীর রাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে যাওয়ায় উদ্ধার অভিযানে যায় একদল বিজিবি।
এ সময় নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গা জীবিত উদ্ধার করা হলেও উদ্ধারের কাজ করতে গিয়ে বিজিবির সদস্য সিপাহী মোঃ বিল্লাল হাসানহ আরও বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ হন।গত রবিবার দুপুরে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকা বঙ্গোপসাগরে নিখোঁজ থাকা বিজিবি সদস্য সিপাহী মোঃ বিল্লাল হাসান এর মরদেহ উদ্ধার করা হয়। তিনি শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায় বিজিবি সদস্য সিপাহী বিল্লাল হাসানের স্ত্রী, দুই কন্যা সন্তান মা-বাবা রেখে যান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর, তিনি ২০১৪ সালে চাকরিতে যোগদান করেন।
আরো দেখুন:You cannot copy content of this page