ট্রাফিক পুলিশ ও শিক্ষার্থীদের বরণ করলো ‘কুমিল্লা গড়ি’ সংগঠনের সদস্যরা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে ট্রাফিকে দায়িত্বরত পুলিশ এবং শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং খাবার বিতরণ করলো সামাজিক সংগঠন ‘কুমিল্লা গড়ি’।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে নগরীর কুমিল্লা নওয়াব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় গ্রাফিতি অংকন করা শিক্ষার্থীদের মাঝে ফুল ও খাবার বিতরণ করা হয়। এসময় নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং উন্নয়ন নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে সংগঠনটির সদস্যরা।

এরপর নগরীর পূবালী চত্বর এবং রাজগঞ্জ মোড় এলাকায় ট্রাফিক পরিচালনায় দায়িত্বরত পুলিশ ও শিক্ষার্থীদের ফুল এবং খাবার বিতরণ করা হয়। পরে দূর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া নগরীর বীরচন্দ্রনগর পাঠাগার পরিদর্শন করে সংগঠনের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল কালাম মাহমুদ সরকার, সমন্বয়ক শাহরিয়ার ইমন জয়, জবি উল্লাহ মাঈনসহ সংগঠনের সদস্যরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page