
জহিরুল হক বাবু।।
ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সালাউদ্দিন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কান্দিরপাড় লিবার্টি মোড় হয়ে মনোহরপুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে কুমিল্লা মহানগর সভাপতি হাসান আহমেদ বলেন, “৭৭ সাল থেকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবির অগ্রণী ভূমিকা রেখে আসছে। শিক্ষার্থীদের কল্যাণে আমাদের ছাত্রবান্ধব কর্মসূচি অব্যাহত রয়েছে। কিন্তু ছাত্রদল নিজেদের কোনো কর্মসূচি না রেখে মিথ্যা অভিযোগের রাজনীতিতে ব্যস্ত। নারী নির্যাতনের দায় শিবিরের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম বলেন, “ছাত্রদল ও বাম সংগঠনগুলো ডাকসু বানচালের চেষ্টা করছে। তারা শিবিরের নামে অপপ্রচার চালাচ্ছে। এভাবে চলতে থাকলে ছাত্রসমাজ তাদের বয়কট করবে।”
কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মহিউদ্দিন রনি বলেন, “জুলাই পরবর্তীতে আমরা ভেবেছিলাম শান্তিপূর্ণ রাজনীতি বিরাজ করবে। কিন্তু বাস্তবে ক্যাম্পাসে আবারও অস্ত্রের ঝনঝনানি ও নারী হেনস্তা দেখা দিচ্ছে। অতীতে স্বৈরাচার সরকার যেভাবে শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, এখনো কিছু রাজনৈতিক দল একই কায়দায় কাজ করছে।”
এ সময় কুমিল্লা মহানগরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।