দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধে কুমিল্লার যুবক খুন, দোকান লুট

নেকবর হোসেন।।
দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধে নুরে আলম ভুট্টু নামে কুমিল্লার দাউদকান্দির এক প্রবাসীকে হত্যা করা হয়েছে। দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের মাটাটিয়াল এলাকায় স্থানীয় কয়েকজন কৃষ্ণাঙ্গ ভুট্টুকে শ্বাসরোধে হত্যার পর তার দোকানের মালামাল এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল দশটায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইস্টার্ন কেপ প্রদেশের মাটাটিয়াল এলাকায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় দু’জনকে আটক করে দেশটির পুলিশ।

নুরে আলম ভুট্টু কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা।

হত্যার বিষয়টি নিশ্চিত করে মারুকা ইউনিয়নের চেয়ারম্যান মো. খলিলুর রহমান তালুকদার বলেন, দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধে পালপাড়া গ্রামের নুরে আলম ভুট্টু নামে এক প্রবাসীকে হত্যার ঘটনাটি শুনেছি। তবে সঠিক কি কারণে হত্যার ঘটনাটি ঘটেছে বিস্তারিত জানা সম্ভব হয়নি। এ ঘটনায় নুরে আলম ভুট্টুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page