
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় তিনটি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাস জব্দ করে দাউদকান্দি হাইওয়ে থানার ডাম্পিং মাঠে প্রেরণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ রেদওয়ান ইসলাম এবং দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ রাশেদ চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ইউএনও নাছরীন আক্তার বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।”