দিনের ভোট রাতের পর এবার ইভিএম নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে -কুমিল্লায় ড. খন্দকার মোশাররফ হোসেন

কুমিল্লা প্রতিনিধি।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংবিধানে তত্তাবধায়ক সরকার বিএনপি নেত্রী খালেদা জিয়া স্থাপন করেছিলো। এ তত্তাবধায়ক সরকারের জন্য তৎকালিন সময়ে শেখ হাসিনা আন্দোলনও করেছিলেন। তিনি তখন বলেছিলেন নির্দলীয় সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। এখন তিনি তত্তাবধায়ক সরকার বাতিল করে নিজ সরকারের অধীনে একবার বিনা ভোটে, আরেকবার দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছেন। এখন আবার ইভিএম নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করছেন।

তিনি রোববার বিকালে কুমিল্লায় বিএনপির এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট কাঠামো মেরামতে রুপরেখার ব্যাখ্যা শীর্ষক এক কর্মশালার আয়োজন করে কুমিল্লা মহানগর এবং উত্তর ও দক্ষিন জেলা বিএনপি।

কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সায়েদুল হক সাইদ।

এসময় উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার, দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবুসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page