০১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের চৌদ্দগ্রামে জামমুড়া-জামপুর যাকাত তহবিলের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ, মেশিন বিতরণ কুমিল্লায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই; ১১ জন গ্রেফতার কুবিতে শিক্ষক নিয়োগ বন্ধে বিএনপি নেতা মনিরুলের চিঠিকে কেন্দ্র করে মানববন্ধন কুবিতে শিক্ষার্থীদের মানসিক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হবে সোমবার ব্রাহ্মণপাড়ায় ৩২ বছর শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা গালিমপুর প্রজন্ম পরিবারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পৌনে ৩ বছর ধরে ভুয়া সনদ দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন এক শিক্ষক কুমিল্লায় যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকির ঘটনার প্রতিবাদ সমাবেশ বিএনপির ৩১ দফা ও কুমিল্লা উন্নয়ন ভাবনা লিফলেট বিতরণ করলেন হাজী ইয়াছিন

দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াই শেষে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বুড়িচংয়ের কবির হোসেন

  • তারিখ : ০৫:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • 241

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বাকশিমুল গ্রামের কবির হোসেন এক মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

গত ৬ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৬ এর বিচারক আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ এ রায় দেন।

রায়ে আদালত উল্লেখ করেন, ২০২০ সালের জিআর ১০৪৭/২০ নং মামলায় মো. কবির হোসেনকে আসামি করা হয়েছিল। মামলাটিতে ২০২১ সালের ৯ ডিসেম্বর অভিযোগ গঠন করা হলেও রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী আদালতে হাজির করতে পারেনি।

অভিযোগ গঠনের পর থেকে মোট ১৩ বার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও কোনো সাক্ষী হাজির না হওয়ায় মামলাটির অগ্রগতি সম্ভব হয়নি।

আদালত রায়ে বলেন, ফৌজদারী কার্যবিধির ৩৩৯(গ)(১) ধারা অনুযায়ী মামলার বিচারিক সময়সীমা ১৮০ কার্যদিবস। তাছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্মারক নং ১৭০৫৪(১৬) (তারিখ: ৩০/৮/২০১৫) অনুযায়ী তিন বছরের অধিক পুরোনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ রয়েছে।

দীর্ঘসূত্রতা ও সাক্ষ্যগ্রহণে ব্যর্থতার প্রেক্ষিতে আদালত মনে করেন, মামলার অগ্রগতির কোনো সম্ভাবনা নেই। তাই ন্যায়বিচারের স্বার্থে মামলাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং আসামি কবির হোসেনকে অব্যাহতি প্রদান করা হয়।

রায়ে আরও বলা হয়, আসামির নামে পূর্বে জারি করা কোনো প্রসেস থাকলে তা রিকল করার নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে কবির হোসেন বলেন, “আমাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি এই মামলা সাজিয়েছিল। দেরিতে হলেও বিজ্ঞ আদালতের মাধ্যমে আমি ন্যায়বিচার পেয়েছি।”

error: Content is protected !!

দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াই শেষে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বুড়িচংয়ের কবির হোসেন

তারিখ : ০৫:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বাকশিমুল গ্রামের কবির হোসেন এক মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

গত ৬ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৬ এর বিচারক আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ এ রায় দেন।

রায়ে আদালত উল্লেখ করেন, ২০২০ সালের জিআর ১০৪৭/২০ নং মামলায় মো. কবির হোসেনকে আসামি করা হয়েছিল। মামলাটিতে ২০২১ সালের ৯ ডিসেম্বর অভিযোগ গঠন করা হলেও রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী আদালতে হাজির করতে পারেনি।

অভিযোগ গঠনের পর থেকে মোট ১৩ বার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও কোনো সাক্ষী হাজির না হওয়ায় মামলাটির অগ্রগতি সম্ভব হয়নি।

আদালত রায়ে বলেন, ফৌজদারী কার্যবিধির ৩৩৯(গ)(১) ধারা অনুযায়ী মামলার বিচারিক সময়সীমা ১৮০ কার্যদিবস। তাছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্মারক নং ১৭০৫৪(১৬) (তারিখ: ৩০/৮/২০১৫) অনুযায়ী তিন বছরের অধিক পুরোনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ রয়েছে।

দীর্ঘসূত্রতা ও সাক্ষ্যগ্রহণে ব্যর্থতার প্রেক্ষিতে আদালত মনে করেন, মামলার অগ্রগতির কোনো সম্ভাবনা নেই। তাই ন্যায়বিচারের স্বার্থে মামলাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং আসামি কবির হোসেনকে অব্যাহতি প্রদান করা হয়।

রায়ে আরও বলা হয়, আসামির নামে পূর্বে জারি করা কোনো প্রসেস থাকলে তা রিকল করার নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে কবির হোসেন বলেন, “আমাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি এই মামলা সাজিয়েছিল। দেরিতে হলেও বিজ্ঞ আদালতের মাধ্যমে আমি ন্যায়বিচার পেয়েছি।”