
সোহরাব হোসেন।।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আউয়াল খান বলেন, হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। ইতোমধ্যেই সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘেœ উদ্যাপনের মাধ্যমে এদেশে ধর্মীয় সম্প্রীতির এক অনুপম দৃষ্টান্ত স্থাপন হয়েছে।
শনিবার বিকালে দেবিদ্বার পৌর এলাকার বড় আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ বছর হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ‘দুর্গাপূজা’ সমাগত। কিন্তু সাম্প্রতিক পলাতক স্বৈরশাসনের সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় হীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। সে জন্য সকল নেতাকর্মীদের হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে তাদের সহযোগিতা করতে হবে।
এম আউয়াল খান আরো বলেন, স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের এখনো শেষ হয়নি। তার জলজ্যান্ত উদাহরণ আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পেয়েছি। তারা বিভিন্ন ভাবে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে। যার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে সমন্বয়ের মাধ্যমে সর্বস্তরের জনগণের সহায়তায় হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব নির্বিঘেœ উদযাপনে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
দেবিদ্বার উপজেলা বিএনপি নেতা সাইফুল আলমের সভাপতিত্বে ওই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রেীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন। আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা সাইদুল হক সাইদ, পৌর বিএনপি নেতা কামাল হোসেন, যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, ইমতিয়াজ আহম্মেদ সাজু, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নান সরকার, সাইফুল ইসলাম মুছা, সালাউদ্দিন আহমেদ তাজ, মোঃ আবু হানিফ, আলমঙ্গীর হোসেন প্রমুখ।