
সোহরাব হোসেন।।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “হোন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না। ১০টা গুন্ডা ২০টা গুন্ডা দিয়ে নির্বাচন ঠান্ডা করার সময় শেষ হয়ে গেছে। নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে, গুন্ডামি থেকে নয়।”
রোববার (৭ সেপ্টেম্বর) এনসিপির “উঠানে নতুন সংবিধান” কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এনসিপি হলো ইনসাফের পক্ষে। আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন তাহলে ধরে নেবো আপনি এনসিপির পক্ষেই আছেন। বেইনসাফি করে হাজার হাজার লোক আনা আমাদের প্রয়োজন নেই।”
অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অপরাধ করতে শক্তির প্রয়োজন। কিন্তু গ্রাম পর্যায়ে মানুষজন যদি অন্যায়ের বিপক্ষে এক হয়ে দাঁড়ায়, তখন অপরাধীরা আর সাহস পাবে না। যারা অপরাধ দমন করার কথা বলে তারাই আবার অপরাধীদের সাথে সম্পর্ক রাখে। থানায় অভিযোগ দিতে গেলে দেখা যায়, অপরাধীরা পুলিশের সাথে চা খায়। পুলিশেরও দোষ নেই, স্থানীয় এমপিদের চাপে তারা অনেক সময় অসহায় হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “জনগণের পাশে থাকতে এমপি, চেয়ারম্যান বা মেম্বার হওয়ার দরকার নেই। মানুষ হলেই যথেষ্ট। সত্য বলার জন্য রাজনৈতিক শেল্টার দরকার নেই। তবে সত্য বলার কারণে কেউ যদি জুলুম করে, আমি হাসনাত আব্দুল্লাহ আপনাদের পাশে দাঁড়াবো।”
এসময় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির দেবিদ্বার উপজেলা প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক মোঃ আরমান হোসাইন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, সার্চ কমিটির সদস্য কাদির আহমেদ, সাকিল আহমেদ প্রমুখ।