০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা কুমিল্লায় ৪ বছরের শিশু ধর্ষণ, প্রধান আসামি বাবু গ্রেফতার

দেবিদ্বারে নৌকার প্রার্থীর উপর হামলা; গাড়ি ভাংচুর

  • তারিখ : ০৮:৫৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • 226

কুমিল্লার দেবীদ্বার উপজেলার উপনির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদসহ জেলা নেতাদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর বিরুদ্ধে।

উপজেলায় বিএনপির প্রার্থী এএফএম তারেক মুন্সী এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, এটা আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ঘটেছে।

পুলিশ জানিয়েছে, সেখানে ‘দুই পক্ষের’ মধ্যে একটা সমস্যা হয়েছে, সমাধানের চেষ্টা চলছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, বুধবার রাত পৌনে ১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা সদরের মা-মনি হাসপাতালের তিনতলার মিলনায়তনে তারা অবরুদ্ধ ছিলেন। এর আগে ভাঙচুর করা হয় তার প্রচারে ব্যবহার করা কয়েকটি গাড়ি। হাসপাতালের নিচে অবস্থান নিয়ে প্রতিপক্ষ ফাঁকা গুলি করছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ মোবাইল ফোনে অভিযোগ করে বলেন, ওই ভবনে তাদের কর্মিসভা ছিল। সেখানে বিএনপি প্রার্থী ও আওয়ামী লীগে তার বিরোধী পক্ষের লোকজন মিলে হামলা চালায়। তাদের তালা মেরে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ নিয়ে ওসিকে জানালেও তিনি কোনো ভূমিকা নেননি।

তবে উপজেলায় বিএনপির প্রার্থী এএফএম তারেক মুন্সী বলেন, ‘তাদের (আওয়ামী লীগ নেতাদের) অবরুদ্ধ করার মতো অবস্থা আমাদের নেই। এটা তাদের দুই গ্রুপের সমস্যা।’

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ বলেন, ‘সেখানে দুই পক্ষের মধ্যে একটা সমস্যা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

সূত্র- নিউজ বাংলা।

error: Content is protected !!

দেবিদ্বারে নৌকার প্রার্থীর উপর হামলা; গাড়ি ভাংচুর

তারিখ : ০৮:৫৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১

কুমিল্লার দেবীদ্বার উপজেলার উপনির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদসহ জেলা নেতাদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর বিরুদ্ধে।

উপজেলায় বিএনপির প্রার্থী এএফএম তারেক মুন্সী এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, এটা আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ঘটেছে।

পুলিশ জানিয়েছে, সেখানে ‘দুই পক্ষের’ মধ্যে একটা সমস্যা হয়েছে, সমাধানের চেষ্টা চলছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, বুধবার রাত পৌনে ১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা সদরের মা-মনি হাসপাতালের তিনতলার মিলনায়তনে তারা অবরুদ্ধ ছিলেন। এর আগে ভাঙচুর করা হয় তার প্রচারে ব্যবহার করা কয়েকটি গাড়ি। হাসপাতালের নিচে অবস্থান নিয়ে প্রতিপক্ষ ফাঁকা গুলি করছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ মোবাইল ফোনে অভিযোগ করে বলেন, ওই ভবনে তাদের কর্মিসভা ছিল। সেখানে বিএনপি প্রার্থী ও আওয়ামী লীগে তার বিরোধী পক্ষের লোকজন মিলে হামলা চালায়। তাদের তালা মেরে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ নিয়ে ওসিকে জানালেও তিনি কোনো ভূমিকা নেননি।

তবে উপজেলায় বিএনপির প্রার্থী এএফএম তারেক মুন্সী বলেন, ‘তাদের (আওয়ামী লীগ নেতাদের) অবরুদ্ধ করার মতো অবস্থা আমাদের নেই। এটা তাদের দুই গ্রুপের সমস্যা।’

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ বলেন, ‘সেখানে দুই পক্ষের মধ্যে একটা সমস্যা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

সূত্র- নিউজ বাংলা।