নিজস্ব প্রতিবেদক।।
“জীবন বাঁচাতে চাই কর্মোদ্যোগ, হৃদয় দিয়ে কর্মোদ্যোগ গ্রহণ করুন ” এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার(২৯ সেপ্টেম্বর) সকালে নগরীর টাউন হল মাঠে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, সংগঠনের সহ-সভাপতি ডা. মল্লিকা বিশ্বাসসহ অনেকে।
উদ্বোধন শেযে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হার্ট কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য রেলি বেৱ হয়ে নগৱেৱ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়।
এ সময় ডাক্তার, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ কুমিল্লার সুধিজন উপস্থিত ছিলেন।