
জহিরুল হক বাবু।।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নগরীতে গণঅধিকার পরিষদ এ প্রতিবাদ মিছিলের আয়োজন করে।
মিছিলে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন। তিনি বলেন, “নুরুল হক নুরের উপর যেভাবে হামলা হয়েছে তা জাহিলিয়াতকেও হার মানিয়েছে। অনতিবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”
প্রতিবাদ মিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সৈয়দ আজহারুল আমিন, সাধারণ সম্পাদক এস এন রাসেল, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলার যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি এম এ জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন, গণঅধিকার পরিষদ কুমিল্লার অর্থ সম্পাদক কামাল উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিনসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।